close

Welcome aboard to the our video site for sailors. We are being constantly blasted by scammers and pirates, so registration is  invite only


contact@sailorsahoy.com with "Invite". No spam, no newsletters. Just a free account

Strax

Ei Obelay /Lofi+Reverb Slow Music

3 Visningar· 01/06/22
sailing-aj
sailing-aj (@sailing-aj)
Prenumeranter
0

এই অবেলায় তোমারই আকাশে নীরব আপসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায় কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায় সেই কবেকার ভায়োলিন বেজে যায় কতদিন প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ কখনো অভিমান, অবাধ্য পিছুটান জানি না কী কষ্টে এই অবেলায় তবুও নির্বাসন বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায় ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় এ হৃদয় যখন একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন আজও তাই অবাক রঙে এঁকে যাই সাদা কালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুড়ে ছাই আবেগে আজও তাই অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই এই সন্ধ্যায় দু'চোখ সাগরে বুকের পাঁজরে ভেসে যায় অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায় এই অবেলায় তোমারই আকাশে নীরব আপসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায় কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়

Visa mer

 0 Kommentarer sort   Sortera efter


Facebook-kommentarer

Strax